কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেক্সিকোতে দুর্গম গিরিখাতে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

দেশ রূপান্তর মেক্সিকো প্রকাশিত: ০২ জুন ২০২৩, ১১:৪৬

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি দুর্গম গিরিখাত থেকে ৪৫ ব্যাগভর্তি মানব দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে সেখানে ঠিক কতজনের দেহাবশেষ অংশ আছে তা এখনও জানা যায়নি।


আজ শুক্রবার (০২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।


প্রতিবেদনে বলা হয়, মেক্সিকান কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি গিরিখাতে ৪৫ ব্যাগ মানুষের দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে। মূলত গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাতজন তরুণ কল সেন্টার কর্মীকে খুঁজছিলেন কর্মকর্তারা। এ সময় তারা এসব দেহাবশেষ খুঁজে পান।


বিবিসি বলছে, উদ্ধারকৃত দেহাবশেষের মধ্যে পুরুষ ও নারী উভয়েরই মৃতদেহের অংশ রয়েছে। তবে মৃতদেহের সংখ্যা ঠিক কত তা এখনও জানা যায়নি। ওই এলাকাটি দুর্গম হওয়ায় এবং আলো কম থাকার কারণে অনুসন্ধান কর্মকাণ্ড আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও