শেষ হচ্ছে বিদেশে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ
বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার বহুল আলোচিত সুযোগটি বাতিল হচ্ছে। আগামী ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে এই বিষয়ে কোনো ঘোষণা নেই। ফলে স্বাভাবিকভাবে ৩০ জুন শেষ হচ্ছে পাচারের টাকা ৭ শতাংশ কর দিয়ে দেশে আনার জন্য দেওয়া সুযোগের মেয়াদ।
চলতি ২০২২–২৩ অর্থবছরের বাজেট ঘোষণার সময় সবচেয়ে বেশি আলোচনা হয় বিদেশে পাচার করা টাকা বিনা প্রশ্নে ফেরত আনার সুযোগ নিয়ে। তখন এ সুযোগ দেওয়া নিয়ে বেশ সমালোচনাও হয়। অর্থনীতিবিদেরা বলেছিলেন, কেউ এ সুযোগ নেবে না। তাঁদের কথাই সত্য হতে চলেছে। কারণ, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে কেউ ৭ শতাংশ কর দিয়ে টাকা দেশে আনেননি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।
সুযোগটি দেওয়ার সময় বলা হয়েছিল, কেউ পাচার করা টাকা কর দিয়ে দেশে আনলে এনবিআরসহ অন্য কোনো সংস্থা এ বিষয়ে প্রশ্ন করবে না। তখন নীতিনির্ধারকেরা আশা করেছিলেন যে সুযোগের সদ্ব্যবহার করে অনেকেই টাকা দেশে ফেরত আনবেন। কিন্তু ‘পাচারকারী’ হিসেবে খাতায় নাম ওঠাননি কেউ।