![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-06%2F30e8d03e-776c-4ab5-8702-1488e3c434d6%2Fproject_k_movie_010623_01.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
‘খলনায়ক’ কমলের দর ১৫০ কোটি রুপি!
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১৯:৫৫
আকাশছোঁয়া পারিশ্রমিকে অমিতাভ-প্রভাস অভিনীত ‘প্রজেক্ট কে’ সিনেমায় খলনায়ক চরিত্রে হাজির হবেন কমল হাসান।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৫০ কোটি রুপি পারিশ্রমিকে ‘প্রজেক্ট কে’ তে অভিনয়ের জন্য নির্মাতারা কমলের সঙ্গে কথা বলেছেন।
ভারতের সংবাদ মাধ্যমে খবর এসেছে, নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমার জন্য ৫০০ কোটি রুপিরও বেশি খরচ করবেন প্রযোজকরা। যার মধ্যে ১৫০ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন কমল। যদিও এখনো তারা অভিনেতার সঙ্গে প্রাথমিক আলোচনাতেই রয়েছেন।
- ট্যাগ:
- বিনোদন
- তারকার জীবন
- খলনায়ক
- খলনায়ক আদিল