জীবিত প্রমাণের বাধ্যবাধকতা থেকে মুক্তি পাচ্ছেন পেনশনাররা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১৬:১০
পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপভিত্তিক জীবিতাবস্থা যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে। অচিরেই সারা দেশে সব পেনশনারের জন্য এ অ্যাপ ব্যবহারের প্রক্রিয়া শুরু করা হবে। এর ফলে পেনশনাররা বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে মুক্ত পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে তিনি এসব কথা জানান।