![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023June/dhakapost-20230601154435.jpg)
সিগারেটের দাম বাড়ছে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১৫:৫২
বিদেশে থেকে আমদানিকৃত সিগারেটের তৈরির পেপারের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার উপস্থাপন করেন।
বাজেটে বলা হয়- বাণিজ্যিকভাবে আমদানিকৃত সিগারেট পেপারের বিদ্যমান সম্পূরক শুল্ক ১০০ শতাংশ থেকে ১৫০ শতাংশ করার প্রস্তাব করেছি।
এর আগে দুপুর ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী।
এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।