গোপনীয়তা লঙ্ঘন: ৩ কোটি ডলারের বেশি জরিমানা অ্যামাজনের
বণিক বার্তা
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১৪:০১
গোপনীয়তা লঙ্ঘনের দুই অভিযোগে অ্যামাজনকে ৩ কোটি ডলারের বেশি জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। ধার্য অর্থ দিতে সম্মত হয়েছে টেক জায়ান্টটি। খবর এপি।
প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় দুটি ডিজিটাল পণ্যের মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘন করেছে অ্যামাজন। এ বিষয়ে আপত্তি এলেও তারা আমলে নেয়নি।
ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিভাইস অ্যালেক্সা শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘন করছে। এর মাধ্যমে বছরের পর বছর শিশুদের ভয়েস ও অবস্থানের ডেটা রেকর্ড করে বাবা-মাকে প্রতারিত করা হয়েছে। এর জন্য আড়াই কোটি ডলার জরিমানা করা হয়েছে।