আইপিএলের পুরো মৌসুম খেলেছেন রশিদ খান। গুজরাট টাইটান্সের হয়ে ফাইনাল খেলেছেন। দেড় মাসের আসরে ইনজুরিতে পড়েননি তিনি। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন এই লেগ স্পিনার।
শুক্রবার (২ জুন) লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে আফগানরা। কোমরের নিচের অংশের ইনজুরির কারণে ওই সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না আফগানিস্তান ক্রিকেটের সেরা তারকা রশিদ।