৪৮ ঘণ্টার মধ্যে কমিটি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সমকাল ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১২:৩১

ঢাকা মহানগর আওয়ামী লীগের সব থানা ও ওয়ার্ড কমিটি গঠন করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। বুধবার রাতে মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দেন। এ সময় সম্মেলনের দীর্ঘ সাত মাস পরও কোনো থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান শেখ হাসিনা।


দলীয় প্রধানের নির্দেশের পর রাতেই শেখ বজলুর রহমান ও এস এম মান্নান কচি কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত নগর নেতাদের ফোন করেন। এ সময় যে নেতারা এখনও থানা ও ওয়ার্ড কমিটির খসড়া প্রস্তুত করে জমা দেননি, ৪৮ ঘণ্টার আগেই তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মহানগরের উত্তর অংশে তৎপরতা শুরু হলেও দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটি কবে নাগাদ হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে গতকাল রাতে মহানগর দক্ষিণের দায়িত্বশীল কোনো নেতার বক্তব্যও পাওয়া যায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও