অ্যাসিড টেস্টে আ. লীগের জয়

দেশ রূপান্তর উম্মুল ওয়ারা সুইটি প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১২:১০

জাতীয় সংসদ নির্বাচন থেকেও গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হয়ে গেল। সেটি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। হাটে মাঠে ঘাটে এখন শুধুই আজমত উল্লা ও আওয়ামী লীগ এবং বিজিত জায়েদা খাতুনের চুলচেরা বিশ্লেষণ। একটি পক্ষ ঘুমহীনভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে, শুধু আওয়ামী লীগের প্রার্থী হওয়ার কারণে আজমত উল্লার মতো প্রবীণ রাজনীতিক হেরে গেছেন। বিএনপি নেতারা এই নির্বাচনে মোটামুটি একটা তৃপ্তির ঢেকুর তুলছেন। দলটির নেতাকর্মী, সমর্থকদের কথাবার্তায় মনে হচ্ছে জায়েদা খাতুন বিএনপির প্রার্থী ছিলেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী শিবিরের বাইরের পক্ষটি মনে করেছে জায়েদা খাতুন জয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে।


গাজীপুর সিটি করপোরেশন এখন জাতীয় নির্বাচনের একটা অ্যাসিড টেস্টে পরিণত হয়েছে। একটি পক্ষ ধারণাই করছে গাজীপুরের মতো নির্বাচন হলে সবকটিতে আওয়ামী লীগ হারবে। আর আরেকটি পক্ষ মনে করছে, গাজীপুর নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের একটি মহড়া হয়ে গেল। আবার এখানে সরকার ও নির্বাচন কমিশন নিজেদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যথেষ্ট যোগ্য ও সামর্থ্যবান মনে করছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ও এর ফলাফল কার পক্ষে গেল এমন বিতর্ক জমে উঠেছে। আমার মনে হয় গাজীপুর নির্বাচন অনুষ্ঠান এবং এর ফলাফল আওয়ামী লীগের পক্ষেই গেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও