উচ্চশিক্ষায় বরাদ্দ ও শিক্ষকদের পদোন্নতি
বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ বাড়ানো নিয়ে কথা হচ্ছে অনেকদিন, কিন্তু সেইদিকে সরকারের নজর নেই। নজর নেই দেখে সরকার কোনোরকম থোক বরাদ্দ দেয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয় আবার গবেষণায় বরাদ্দকৃত টাকাও খরচ করতে পারে না।
দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য ১২ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। ২০২৩-২৪ অর্থবছরের ব্যয় বাবদ এই বাজেট অনুমোদন করা হয়। (প্রথম আলো, ২১ মে ২০২৩)। অথচ ১ লাখ কোটি টাকা দিলেও কম হতো। তারপরেও দেশের কোথাও কোনো শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, আমলা, সচেতন ব্যবসায়ী প্রতিবাদ করল না।
এই এক চিমটি লবণ, এক মুঠ গুড় ও আধা সের পানি দিয়ে স্যালাইন তৈরির ফর্মুলার মতো শিক্ষায় বরাদ্দ দিলে শিক্ষার ডায়রিয়া সরানো মার্কা শিক্ষাই হবে। একটি উন্নত শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে চাইলে পৃথিবীতে ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন থাকে, যেভাবে খাওয়াদাওয়া করে, যেমন পরিবেশ পায় তেমন সুযোগ সুবিধা দেওয়ার বিকল্প নেই।