জাতীয় ফুটবল দলের কোচ পদে তিতের উত্তরসূরি হিসেবে এখনও ব্রাজিলের এক নম্বর পছন্দ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, এমনটাই নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রড্রিগুয়েস।
২০২২ সালে কাতার বিশ্বকাপের পর কোচের পদ থেকে সড়ে দাঁড়ান তিতে। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে সেলেসাওরা। ব্রাজিলের জোরালো আগ্রহ সত্ত্বে আনচেলত্তি বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকার ইচ্ছা পোষণ করেছেন।