হজযাত্রী সংকট, বাতিল হচ্ছে বিমানের একের পর এক ফ্লাইট
চলতি বছর হজ ফ্লাইটের শুরুতেই যাত্রী সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ফলে প্রায়ই খালি থাকছে বিমানের সিট। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি শেষ মুহূর্তে হজযাত্রী পরিবহন নিয়ে মহাসংকটে পড়তে হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। হজ এজেন্সিগুলো সময়মতো হজযাত্রী দিতে পারছে না। এ কারণে বিমানের কোনো না কোনো ফ্লাইটে খালি আসন থাকছেই। যাত্রী সংকটের কারণে বুধবার বাতিল হয়েছে জেদ্দাগামী দুটি হজ ফ্লাইট। এ ছাড়া আগামী ৩ জুনের একটি হজ ফ্লাইট বাতিল করতে হচ্ছে।
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের কর্মকর্তারা জানান, এরই মধ্যে ৬ হাজার ২৮৫ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি। এ বিষয়ে হজ অফিস ও এজেন্সিগুলোর কাছ থেকে কোনোরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানান বিমান কর্মকর্তারা।
তাঁরা বলেন, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বিমানের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুযোগ নেই। এ বছর ১ লাখ ২২ হাজারের বেশি হজযাত্রী হজ পালনে সৌদি আরবে যাবেন। ১৬২টি ফ্লাইটের মাধ্যমে ৬১ হাজার হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রীদের পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।