২০১৮ সালের নভেম্বর মাস। ইটালির লেক কোমোতে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা রণবীর সিংহ ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার পরে পেরিয়েছে প্রায় পাঁচ বছর। ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়েছে রণবীর-দীপিকার দাম্পত্য।
দীপিকা যে তাঁর নয়নের মণি, তা একাধিক বার একাধিক অনুষ্ঠানে স্বীকার করেছেন রণবীর সিংহ। সেই দিক থেকে দীপিকা ততটা খোলামেলা নন। তবে কি এখনও দীপিকার মনের কোণে থেকে গিয়েছেন তাঁর প্রাক্তন রণবীর কপূর? সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় রণবীর কপূরের একটি ছবি শেয়ার করে দীপিকা লেখেন, ‘‘আমার হৃদয়ের টুকরো!’’ এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু জল্পনা।