
‘শ্বেতাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে নাচছেন কেন?’ রুবেলের ভিডিয়ো দেখে শুরু নতুন জল্পনা
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৮:৩৯
পরনে নীল শেরওয়ানি। হালকা সোনালি রঙের ধুতি প্যান্ট। বন্ধুর বিয়েতে পরিপাটি হয়ে হাজির হলেন রুবেল দাস। বন্ধুর জন্মদিনে মজাও করলেন প্রাণ খুলে। তবে এই অবতারে রুবেলকে দেখে চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা।
বন্ধুর বিয়েতে মনের আনন্দে নাচ করে যাচ্ছেন অভিনেতা। তাঁকে দেখে সকলেরই প্রশ্ন, শ্বেতাকে কেন দেখা যাচ্ছে না তাঁর পাশে? উল্টে রুবেলের সঙ্গে নাচ করার জন্য এগিয়ে এলেন হালকা সবুজ লেহঙ্গা পরা একটি মেয়ে। ব্যস, রুবেলেরর সঙ্গে অন্য মহিলাকে নাচতে দেখেই নতুন জল্পনা শুরু।