কারসাজির কারবারি
প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। টালমাটাল নিত্য ও ভোগ্যপণ্যের বাজার। পুঁজিবাজারও এর বাইরে নয়। সবকিছুতে ব্যয় বাড়লেও সাধারণ মানুষের আয় বাড়েনি। আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাওয়া মানুষ দেখছে সবকিছুই দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। দেখা গেছে, এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলে কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করে মুনাফার সুযোগ নিয়ে থাকে। পুঁজিবাজার ও পণ্যবাজার উভয় ক্ষেত্রেই একই চিত্র।
মঙ্গলবার দেশ রূপান্তরে ‘ভোগ্যপণ্যে ভোজবাজি’ শিরোনামে ও ‘দাম বাড়ে সিন্ডিকেটে কমে চাপে’ উপশিরোনামে প্রকাশিত কোলাজ প্রতিবেদনটিতে এমন চিত্রই ফুটে উঠেছে। প্রতিবেদনটির বিভিন্ন উপশিরোনাম দেখলেই পরিস্থিতি টের পাওয়া যাবে। যেমন ‘কিন্তু ফেরে না আগের দামে’; ‘এক মাসেই দ্বিগুণ পেঁয়াজের দাম’; ‘করপোরেটের দখলে ব্রয়লার’; ‘ডিমের দামে নিয়ন্ত্রণ নিয়েছে কোম্পানি’; ‘সিন্ডিকেটই ঠিক করে তেলের দাম’ এবং ‘চিনির নিয়ন্ত্রণও তাদের হাতে’। প্রতিটি উপশিরোনামের বক্তব্যই বিভিন্ন সময়ে পত্রিকার প্রধান প্রতিবেদন হয়ে উঠতে দেখেছি আমরা। যা বলে দেয় যে সরকার বাজার নিয়ন্ত্রণে সক্ষমতা দেখাতে পারেনি।