পরিবেশবান্ধব পর্যটন

বাংলাদেশ প্রতিদিন সাদিয়া হক প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৫:৩৫

বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে- জলবায়ু পরিবর্তন। বিষয়টি জাতিসংঘ,  বিশ্বের সব দেশ, সমাজ ও সংগঠন, এমনকি ব্যক্তি পর্যায় পর্যন্ত আলোচনার কেন্দ্রে রয়েছে।  একদিকে জলবায়ু বিপর্যয় নিয়ে সবাই শঙ্কিত, অন্যদিকে কীভাবে এ বিপর্যয় রোধ করা যায় অথবা বিপর্যয়ের মাত্রা কমিয়ে আনা যায়, তা নিয়ে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে।


বলা বাহুল্য, জলবায়ু বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এমন তালিকায় ভ্রমণও রয়েছে। অনেকে হয়তো আমার মতোই কথাটা প্রথমবার শুনে চমকে উঠবেন। কিন্তু নানান তথ্য-উপাত্ত ও সমীক্ষা থেকে দেখা যায়, অপরিকল্পিত ভ্রমণে অনেক সময় জলবায়ু বিপর্যয়ের কারণগুলো গতি লাভ করে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- প্রতিটি ভ্রমণ পরিবেশের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী, বৈশ্বিকভাবে ৮-১০ শতাংশ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের জন্য দায়ী ট্রাভেল ও টু্যুরিজম খাত। পরিবেশগত অন্যান্য বিপর্যয়ের ওপরও ভ্রমণের সরাসরি প্রভাব রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও