মার্কিন ভিসা-নীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?

ইত্তেফাক জন ডানিলোভিকজ প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১০:৩৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ২৪ মে বাংলাদেশের জন্য ‘নতুন ভিসা-নীতি’ ঘোষণা করেছেন। নতুন ভিসা-নীতিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের অব্যাহত নজরদারির কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনো রকম অনিয়ম, হস্তক্ষেপ ও বাধা প্রদান করা হলে ব্যবস্থাস্বরূপ এর সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি ও তার পরিবারকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বলা বাহুল্য, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন ভিসা-নীতি দেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে। 


নতুন ভিসা-নীতি অনুসারে ভুয়া ভোট প্রদান, ভোটার ও নির্বাচনি এজেন্টদের বাধাদান, নির্বাচনি সমাবেশে হামলা, গায়েবি মামলা প্রদান, নির্যাতন-নিপীড়ন, মত প্রকাশে বাধাদান ইত্যাদি কাজ নির্বাচনে অনিয়ম ও হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এসব কাজে জড়িত থাকলে সরকারের সব পর্যায়ের ব্যক্তি ও বিরোধী দলেরও যে কেউ এই ভিসা-নীতির তোপে পড়তে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও