You have reached your daily news limit

Please log in to continue


মোহামেডানকে যেভাবে পথে ফেরালেন আলফাজ

২০১৪ সালের পর মোহামেডানের শোকেসে নেই কোনো ট্রফি। চলতি মৌসুমে ভুগতে থাকা দলটির কর্মকর্তারা কোচ বদলাতে বাধ্য হন। শফিকুল ইসলাম মানিককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদের কাঁধে। কোচের চেয়ারে বসার পর তাঁর হাত ধরেই বদলে যেতে থাকে সাদা-কালো জার্সিধারীরা।

প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসা ক্লাবটিকে সেরা চারে নিয়ে আসেন তিনি। আলফাজের অধীনে মোহামেডানের সাফল্যের গল্পের শুরুটা ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়টি। মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজমের পরও ভেঙে পড়েননি তিনি।

বরং বিরতির পর একসঙ্গে তিনটি বদলি করে ম্যাচের কৌশলে আনেন পরিবর্তন। তাঁর উজ্জীবিত মন্তব্যে সুলেমান দিয়াবাতেরা হয়ে ওঠেন ভয়ংকর। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৪-৪ গোলে সমতার পর টাইব্রেকারে আবাহনীকে ৪-২ গোলে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জেতে মোহামেডান। সাদা-কালো জার্সিধারীদের সাফল্যের নায়ক আলফাজ আহমেদকে শূন্যে ভাসিয়ে উচ্ছ্বাস করেন কামরুল-বিপুরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন