এরদোয়ানের জয় কতটুকু স্বস্তির
গত রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন আনাদোলু সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ২ কোটি ৭০ লাখের বেশি ভোটার এরদোয়ানের পক্ষে তাঁদের ভোট দিয়েছেন, যিনি কিনা দুই দশকের বেশি সময় ধরে দেশটির নেতৃত্বে রয়েছেন। দ্বিতীয় দফার নির্বাচনে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন। এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। এর আগে ১৪ মে দেশটিতে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৪ শতাংশ আর কিলিচদারোলু পেয়েছিলেন ৪৫ দশমিক শূন্য শতাংশ ভোট। কোনো পক্ষই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। আড়াই কোটির বেশি মানুষ তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। তারপরও এরদোয়ান জিতেছেন।