You have reached your daily news limit

Please log in to continue


সরকার খুশি, বিএনপিও খুশি, মন খারাপ পাবলিকের

বাংলাদেশের নির্বাচনটি যে এখন আর বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতেই প্রমাণিত হলো। এর আগেও যুক্তরাষ্ট্র র‍্যাব ও এর সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও সেটি নির্বাচন–সংশ্লিষ্ট ছিল না। তা ছিল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে।

বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেটি পরিচালিত হচ্ছে বলেও আমাদের রাজনৈতিক নেতৃত্ব দাবি করে থাকে। কিন্তু তাঁরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারেন না। গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ স্বাধীনতা আনল। স্বৈরাচারকে হটাল। কিন্তু সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র অধরাই থেকে গেল। রাজনৈতিক দলগুলো বরাবর নিজেদের সুবিধামতো গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা ঠিক করে। ক্ষমতার বাইরে থাকতে তাদের কাছে যা পরম গ্রহণীয়, ক্ষমতায় গেলে তা চরমভাবে বর্জনীয়। এই ধারাই আমরা গত ৩২ বছর ধরে দেখে আসছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন