
চিত্রে-শিল্পে বিন্যাস হারানো পৃথিবীর প্রতিধ্বনি
বণিক বার্তা
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৩:০২
বিক্ষিপ্ত বর্তমানে দাঁড়িয়ে খুব বেশি দূর দেখা যায় না। বিন্যাস হারানো পারিপার্শ্বিকতা, ক্ষয়িষ্ণু আত্মবোধ-অস্তিত্ব, ছন্দবিমুখ বাস্তবতার টানাপড়েনের মুখোমুখি মানুষের দূর দেখার সময় কোথায়! সময় কোথায় পৃথিবীর অসুখ নিয়ে ভাবনার! অথচ পৃথিবীর প্রতিধ্বনি শুনতে কান পাততে হয় মাটির বুকে, মিশতে হয় জলের সঙ্গে, বাতাসের ঘ্রাণ নিয়ে হাঁটতে হয় কিছুদূর। কিন্তু সময় কোথায় এত স্পর্শকাতরতার! বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ঘুরেফিরে সজীব হয়ে উঠেছে এসব স্পর্শকাতরতার গল্প।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ