You have reached your daily news limit

Please log in to continue


দলের অনেকের কাছ থেকে বিরুদ্ধ আচরণ দেখছি: খোকন সেরনিয়াবাত

দলের মনোনয়ন পাওয়ার ৪০ দিন পেরোলেও বরিশাল আওয়ামী লীগের অনেকের সহযোগিতা পাননি; বরং বিরুদ্ধ আচরণ দেখছেন বলে অভিযোগ করেছেন নগরীর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

তিনি বলেছেন, “আমি কারও সমালোচনা করতে চাই না; কারও বিরুদ্ধাচরণ করতে চাই না। কিন্তু অত্যন্ত দুঃখ ও কষ্টে বলতে হয় কিছু কথা। (মনোনয়নের পর) ৪০ দিন কেটে গেছে, আমি সত্যিকার অর্থে অনেকের সহযোগিতা পাইনি।“

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহানগরসহ বিভাগের ছয় জেলার যুবলীগের নেতাদের নিয়ে কেন্দ্রীয় কমিটি আয়োজিত মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।

উপস্থিত যুবলীগ নেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে খোকন সেরনিয়াবাত বলেন, “আমাকে বলুন, আমাদের অভিভাবক কে?”

জবাবে মিলনায়তনে উপস্থিত নেতা-কর্মীরা সমস্বরে “শেখ হাসিনা” বলে আওয়াজ তোলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন