ছবি সম্পাদনায় তিনটি এআই টুল
বণিক বার্তা
প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১৬:৪৩
বর্তমানে ছবি তোলার পাশাপাশি সম্পাদনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এডিটিংয়ের টুল সম্পর্কে সেভাবে সবাই জানে না। তাই ছবিও ভালোভাবে এডিট করা যায় না। অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুল ব্যবহার করে। বর্তমানে এসব টুলেও ব্যাপক পরিবর্তন আসছে। ছবি সম্পাদনায় এমন তিনটি টুলের কথা জানিয়েছে মেক ইউজ অব ইট।
প্রথমেই রয়েছে মিডজার্নি এআই। এটি ওয়েব ভার্সন। এখানে হাই কোয়ালিটি এআই ছবি তৈরি করা যায়। এ টুলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি নির্ভুল ছবি তৈরি করে দিতে পারে। বিনামূল্যে এ টুল ব্যবহার করতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই ছবি তৈরি করতে হবে। নির্দিষ্ট সময় অতিক্রম করলেই ফি দিতে হবে।