মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি বদলের অ্যাকশনে বাংলাদেশের ১ শতাংশ মানুষও আক্রান্ত নয়। এ অ্যাকশনের আগে তাদের দেওয়া স্যাংশনে ক্ষতিগ্রস্ত হওয়ার হার হিসাবের মধ্যেই পড়ে না। যে কারণে ৯৯.৯৯ শতাংশ মানুষই মার্কিন ভিসা পলিসির আওতামুক্ত। কিন্তু, এই বিশাল সংখ্যাকে দাবড়ায় ওই এক শতাংশ। এই হাতে গোনারাই দল, দেশ, সরকার চালায়। তাদের জনাকয়েকের কৃতকর্মের দায় সইতে হয় ৯৯.৯৯ শতাংশকে।
জাতিসংঘ বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে আসছে অনেকদিন থেকে। একই তাগিদ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের শক্ত-সামর্থ্যবান দেশগুলোরও। তাদের চশমার পাওয়ার এবং ঘড়ির সময় প্রায় কাছাকাছি। পারস্পরিক সহযোগিতা, অনুদান, বাণিজ্যের ক্ষেত্রে তাদের অন্যতম শর্ত এখন অংশগ্রহণমূলক গণতন্ত্র ও নির্বাচন। এর আগে, কয়েকজন র্যাব কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া স্যাংশনের তাপ-চাপ পড়েছে সরকারের ওপর। আরও স্যাংশন আসার গুঞ্জন-গুজবের মধ্যে এলো যুক্তরাষ্ট্রের ভিসা রেস্ট্রিকশন নীতি। ভিসা রেস্ট্রিকশনে নির্বাচনের উল্লেখ একেবারে স্পষ্ট। আর স্যাংশনের ক্ষেত্রে বলা হয়ে
You have reached your daily news limit
Please log in to continue
স্যাংশন-রেস্ট্রিকশনের অ্যাকশন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন