স্থানীয় ভাষা বুঝবে কৃত্রিম বুদ্ধিমত্তা!
সমকাল
প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১৫:৩১
ভারতের চেন্নাই শহরের হাসপাতালগুলো দেশটির রোগীদের কাছে সুপরিচিত ও নির্ভরযোগ্য। শুধু ভারত বা দক্ষিণ এশিয়া নয়, সারাবিশ্বের কাছেই চিকিৎসার জন্য চেন্নাই স্বনামধন্য। শহরের বড় হাসপাতালের ডাক্তারদের ভাষাশিক্ষায় গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ করে হিন্দি, তেলেগু, মারাঠি এবং বাংলা ভাষায় বেশি গুরুত্ব দেওয়া হয়। চেন্নাইয়ের হাসপাতালগুলোতে বেশিরভাগ বিদেশি রোগীরা আসেন। বিদেশি রোগীদের সঙ্গে ভাষাগত সমস্যা থাকলে ডাক্তাররা আগত রোগীদের রোগের বিষয়ে ঠিকঠাক ধারণা নিতে পারেন না।
কল্পনা করা যাক, ডাক্তারদের যদি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) অ্যাপে সংযুক্ত করা যায় তাহলে শুধু ভারতীয় ভাষা নয় (বেশিরভাগ উপভাষা) অন্যসব ভাষাতেও রোগীদের ভাষা বুঝে ইংরেজি বা ডাক্তারের পছন্দের ভাষায় অনুবাদ করে দিলে চিকিৎসা সেবায় নতুন মাত্রা যুক্ত হবে।