আইপিএল: সেরার পুরস্কার জিতলেন যারা

সমকাল প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১৪:৩২

আইপিএলের পর্দা নেমেছে সোমবার। গত আসরের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স এবারও ফাইনাল খেলেছে। তবে টানা দ্বিতীয় শিরোপা জেতা হয়নি তাদের। দশমবার আইপিএল ফাইনালে উঠে পঞ্চম শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস।  


ফাইনালে গুজরাট ২১৪ রান তুলেছিল। দলটির শাই সুদর্শন ৯৬ রানের ইনিংস খেলেন। বৃষ্টি আইনে জয়ের জন্য ১৫ ওভারে ১৭১ রানের লক্ষ্য পায় চেন্নাই। ২৫ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪৭ রান করা চেন্নাইয়ের কিউই ওপেনার ডেভন কনওয়ে ম্যাচ সেরা হয়েছেন। 


টুর্নামেন্ট সেরা শুভমন গিল: দুর্দান্ত আসর কাটানোয় তরুণ ভারতীয় ব্যাটার শুভমন গিল আসরের মোস্ট ভেল্যুয়াবল ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। তিন সেঞ্চুরিতে আসরের সর্বোচ্চ ৮৯০ রান করেছেন তিনি। সেজন্য গিল অরেঞ্জ ক্যাপ জিতেছেন। আসরের সবচেয়ে বেশি ৮৪ চার মারার পুরস্কার জিতেছেন তিনি। গেম চেঞ্জার পুরস্কারও উঠেছে গিলের হাতে। 


ইমার্জিং ক্রিকেটার জয়সাওয়াল: আইপিএলের সদ্য শেষ হওয়া আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের ২১ বছর বয়সী ওপেনার জশস্বী জয়সাওয়াল। তিনি এক সেঞ্চুরিতে আসরে ৬২৫ রান করেছেন। বাঁ-হাতি এই তরুণ ১৬৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। 


এছাড়া মোহাম্মদ শামি পার্পল ক্যাপ অ্যাওয়ার্ড জিতেছেন। রশিদ খানের হাতে উঠেছে আসরের সেরা ক্যাচ নেওয়ার পুরস্কার। ফেয়ার প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন আজিঙ্কা রাহানে। সবচেয়ে বড় ছক্কার কৃতিত্ব গেছে ফ্যাফ ডু প্লেসির হাতে। সুপার স্ট্রাইকার অব দ্য সিজন পুরস্কার জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল। দলীয়ভাবে ফেয়ার প্লে জিতেছে দিল্লি ক্যাপিটালস।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও