গর্ভবতীর চোখের সমস্যায় করণীয়

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১৮:২৩

চোখ মানবদেহের অতিমূল্যবান সম্পদ। কিন্তু বেশির ভাগ মানুষই চোখ থাকতে চোখের মর্যাদা বোঝেন না। ফলে চোখেরও যত্ন সেভাবে নেন না। আর তাতে চোখে দেখা দেয় নানা জটিলতা। বিশেষ করে গর্ভবতী নারীর। বেশির ভাগ মানুষই ধারণা পোষণ করে থাকেন, গর্ভকালীন একজন নারীর শুধু স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিয়মিত চেকআপ করানোই যথেষ্ট। কিন্তু অন্তঃসত্ত্বা নারীর আনুষঙ্গিক আরও নানা সমস্যা দেখা দেওয়া মোটেও অস্বাভাবিক নয়। বিশেষ করে গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডসহ অন্যান্য সমস্যার জন্য অনেক সময় সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া লাগতে পারে।


অন্তঃসত্ত্বা নারী যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন, তবে তার পরিচর্যায় আরও যত্নবান হতে হবে। গর্ভকালীন তাদের ডায়াবেটিসজনিত চোখের সমস্যা দেখা দেওয়া খুবই সাধারণ সমস্যা। এর মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি অন্যতম। কারও হয়তো আগে থেকেই এ সমস্যা থাকতে পারে, যা তার অজানা। এ জন্য শুরুতেই একটা চেকআপ দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও