![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-05%2Ff348dd41-65f4-453f-a2d1-f76620fb6211%2Fbkash_pr_290523_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জ করে বাইক পেলেন গ্রাহকরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১৮:১১
বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জ করে মোটর বাইক জেতা গ্রাহকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
‘বাইক হবে তার, বিকাশ থেকে গ্রামীণফোনে সর্বোচ্চ রিচার্জ যার’ ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে রোববার মোটরবাইক প্রতীকী চাবি তুলে দেন বিকাশের কমার্শিয়াল বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাফায়াতুল ইসলাম খান এবং ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল ইসলাম চৌধুরী।
বিকাশের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।