পোশাকের রং দিতে পারে আত্মবিশ্বাসী মনোভাব
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১৮:০৭
রং-তত্ত্ব সম্পর্কে ধারণা থাকলে ব্যক্তিত্ব প্রকাশ করা যায় আত্মবিশ্বাসের সাথে।
এই বিষয়ে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়ন শিল্প বিভাগের সহযোগী অধ্যাপক শাহমিনা রাহমান বলেন, “পোশাকের রং নির্বাচন ব্যক্তিত্ব প্রকাশের একটা গুরুত্বপূর্ণ ধাপ। পোশাক বাছাই করার ক্ষেত্রে কোন ঋতুতে, কোথায় ও কখন যাওয়া হচ্ছে তার ভিত্তিতে পোশাকের তন্তু ও রং নির্বাচন করা জরুরি।”
“নিজের ব্যাক্তিত্বের কোন দিকটা ফুটিয়ে তুলতে চান সেটা মাথায় রেখে পোশাকের রং নির্বাচন করতে হবে। চেহারায় শুভ্র ও কোমলতা ফুটিয়ে তুলতে চাইলে হালকা ও স্নিগ্ধ রং বাছাই করতে হয়। আর যদি সাহসী ও আত্মবিশ্বাসীভাব ফুটিয়ে তুলে চান তাহলে বিভিন্ন রংয়ের সংমিশ্রণ, বৈপরীত্য অথবা ধারাবাহিকতার সমন্বয় ফুটিয়ে তুলতে হবে।”
- ট্যাগ:
- লাইফ
- বদলে যাবে পোশাকের রঙ
- পোশাক