টুইটারে ভিডিওর ‘ভিউ কাউন্ট’ সুবিধা বন্ধ হচ্ছে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১৭:০৯
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে টেক্সট পোস্ট করার পাশাপাশি অনেকে ভিডিও পোস্ট করেন। সম্প্রতি সর্বোচ্চ ২ ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধাও চালু হয়েছে এই প্ল্যাটফর্মে। পোস্ট করা ভিডিও কতজন দেখেছেন, তা ব্যবহারকারীকে জানার সুযোগ দিতে কয়েক মাস আগে ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করে টুইটার। তবে এবার এই সুবিধা বন্ধের পথে হাঁটছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে টুইটার কিছু না জানালেও প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ ও আইওএস অ্যাপে ভিডিওর দর্শকসংখ্যা দেখা যাচ্ছে না। তবে টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। টুইটারে ভিডিওর দর্শকসংখ্যা কম হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।