কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কম বাজেটে ঘর সাজানো সম্ভব’

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১৭:০৮

ঘর সাজাতে যাঁরা ভালোবাসেন, তাঁরা ফেসবুকে ‘ডেকর আপা অন আ বাজেট’ নামের পেজটি হয়তো দেখে থাকবেন। কী করে মাত্র কয়েকটি জিনিসের অদলবদল আর সংযোজনে একটি ঘরের চেহারা বদলে দেওয়া যায়, তা-ই ভিডিও কনটেন্টের মাধ্যমে দেখান ডেকর আপা অন আ বাজেট নামের ফেসবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর নাজিয়া সুলতানা। তাঁর পেজের ফলোয়ার সংখ্যা দেড় লাখের বেশি। রয়েছে একই নামে ইউটিউব চ্যানেলও। 


নাজিয়া সুলতানা পেশায় জনস্বাস্থ্য গবেষক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে কাজ করছেন। এ কাজ করলেও মূলত ঘর সাজানোই তাঁর প্যাশন। ছোটবেলা থেকে নাটক, সিনেমা দেখার সময় সবার আগে সেটের দিকে নজর পড়ত তাঁর। কোথাও বেড়াতে গেলেও দেখতেন, সেই ঘর কেমন করে সাজানো হয়েছে। করোনা লকডাউনের সময় তিনি এক রুমের একটি বাসা নেন। হাতে ছিল অনেক সময়। সে সময় মাথায় আসে এক রুমের বাসাকে কীভাবে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়। ঘর সাজানোর কিছু কিছু উপকরণ নিজেই তৈরি করতে থাকেন। এরপর গল্পটা এগিয়ে গেছে সময়ের হাত ধরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও