ভাঙছে মেয়েদের সাফজয়ী দল, আসল কারণ কী
মাঝখানে কেটেছে আট মাস। এই সময়ে বাংলাদেশের নারী ফুটবল দেখে ফেলেছে মুদ্রার অন্য পিঠও। সাফজয়ী নারী দলকে নিয়ে উন্মাদনার সেই গল্প যেন এখন ধূসর অতীত। একে একে দল ছাড়ছেন খেলোয়াড়েরা। ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলকেই বিদায় বলে দিয়েছিলেন সাফজয়ী দলের সদস্য আনুচিং মগিনি ও সাজেদা খাতুন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিরাত জাহান স্বপ্নার ফুটবল ছাড়ার দিনই নারী ফুটবলের সফল কোচ গোলাম রব্বানীর স্বেচ্ছায় বিদায়ের ঘোষণা। সর্বশেষ খবর, ক্যাম্প ছেড়ে বাড়ি চলে গেছেন ডিফেন্ডার আঁখি খাতুনও।
শোনা যাচ্ছে, বিয়ে করে আঁখি চলে যাবেন চীনে। হবু বর চীনে থাকেন। তাঁর সহায়তায় চীনের একটি একাডেমিতে ওঠার কথা আঁখির। যদিও বাফুফেকে মায়ের অসুস্থতার কথা বলে গেছেন। কিন্তু কবে ফিরবেন, বলে যাননি। বাংলাদেশের ফুটবলে আঁখি–অধ্যায় তাই শেষই বলা যায়। মেয়েদের ফুটবলের প্রতীক হয়ে ওঠা কোচ গোলাম রব্বানীও আজ আনুষ্ঠানিকভাবে বাফুফেকে পদত্যাগের কথা জানাবেন। অবস্থা যা, বিদায় বলতে পারেন আরও বেশ কজন মেয়ে। কোচিং স্টাফের সদস্যরাও স্বস্তিতে নেই। টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির খবরদারিতে তাঁরা কাজ না–ও করতে পারেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন এমন কথাই।