![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F1fa16633-a79f-46f8-9e78-373300dc422c%252F140310969_228210912184038_870512123134065953_n.jpg%3Frect%3D0%252C0%252C1080%252C608%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
আর সিরিজ নয়, এবার সিনেমা
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১০:৪২
ওটিটিতে ‘ফোর মোর শটস প্লিজ’, ‘বার্ড অব ব্লাড’, ‘হিউম্যান’, ‘ক্রিমিনাল জাস্টিস’-এর মতো হিট সিরিজ করে সবার প্রশংসা পেয়েছেন কীর্তি কুলহারি। তবে আর সিরিজ নয়, এখন শুধু ছবি করবেন বলে ঠিক করেছেন এই বলিউড অভিনেত্রী। আর তাই এখন ভালো ছবির সন্ধানে আছেন তিনি।
গত বুধবার হিন্দি দৈনিক অমর উজালা পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে কীর্তি বলেন, ওয়েব সিরিজে কাজ করা খুব কঠিন। একটা ওয়েব সিরিজের শুটিং মানে তিন-চারটা ছবিতে শুটিং করার সমান।
এই বলিউড নায়িকা আরও বলেন, ‘আমার মনে হয় ক্যারিয়ারের যে জায়গায় এখন আমি আছি, সেখানে ওয়েব শোয়ে বারবার কাজ করার প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে নিশ্চয়ই ওয়েব শো করব। কিন্তু, এখন আমি চলচ্চিত্রকে গুরুত্ব দিতে চাই। আর ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাক বা থিয়েটারে, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমায় অভিনয়
- কীর্তি কুলহারি