কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হোয়াটসঅ্যাপে সুরক্ষিত থাক ব্যক্তিগত চ্যাটিং

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটিংয়ের সুরক্ষা দিতে আবারও নতুন ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার পর এবার চ্যাটিংয়ের গোপনীয়তা নিশ্চিতে নিয়ে এসেছে ‘অ্যাপ লক’ সুবিধা। এ সুবিধা চালু করলে আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না, চ্যাটিংও থাকবে নিরাপদ। পাশাপাশি অ্যাপ লক থাকা অবস্থায় চ্যাটিংয়ের নোটিফিকেশনও স্ক্রিনে আসবে না।

হোয়াটসঅ্যাপের এ ফিচার যা করে

-ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ চ্যাট লক করে
- অ্যাপে নিয়মিত চ্যাট তালিকা থেকে কন্ট্যাক্ট বা গ্রুপ লুকিয়ে রাখে
- নোটিফিকেশন প্যানেল থেকে মেসেজ লুকিয়ে রাখে
- লক করা চ্যাটগুলোকে ডেডিকেটেড লকড চ্যাট বিভাগে স্থানান্তর করে দেয়
- বায়োমেট্রিক, পিন বা পাসওয়ার্ড দিয়ে চ্যাট লক করা যায়।

যা প্রয়োজনীয়

- ফোনে সক্রিয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
- হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করেছেন তা নিশ্চিত করুন

ব্যক্তিগত চ্যাট লক করবেন যেভাবে

- ফোনে আপডেট করা হোয়াটসঅ্যাপ খুলুন
- যার সঙ্গে চ্যাটিং লক করতে চান তার কন্ট্যাক্টে যান।
- ওই ব্যক্তির চ্যাট উইন্ডোটি খুলুন এবং ওপরে থাকা তাঁর নামে আলতো চাপুন
- স্ক্রল করে নিচে নেমে লক চ্যাট অপশন চাপুন
- এবার  স্ক্রিন লক ব্যবহার করে টগল করুন এবং কোন পদ্ধতিতে লক করতে চান তা নির্বাচন করুন।
মনে রাখা দরকার, চ্যাটগুলো লক করতে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ফোনের লক স্ক্রিন পদ্ধতি গ্রহণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন