ভিডিওর দর্শকসংখ্যা দেখাবে না টুইটার
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মে ২০২৩, ১৬:০৫
খুদে ব্লগ লেখার সাইট টুইটারে টুইট (টুইটারে দেওয়া বার্তা) করার পাশাপাশি ভিডিও পোস্ট করেন অনেকে। এসব ভিডিও দেখে নিজেদের অনুভূতি বা মতামত জানিয়ে থাকেন অন্য ব্যবহারকারীরা। পোস্ট করা ভিডিও কতজন দেখেছেন, তা জানার সুযোগ দিতে কয়েক মাস আগে ভিউ কাউন্ট সুবিধা চালু করে টুইটার। এর মাধ্যমে নিজেদের পোস্ট করা ভিডিওর জনপ্রিয়তা সম্পর্কে সহজে ধারণা পাওয়া যেত। কিন্তু হঠাৎ করেই ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে টুইটার।
ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি টুইটার। তবে এরই মধ্যে টুইটারের ওয়েব সংস্করণ ও আইওএস অ্যাপে ভিডিওর দর্শকসংখ্যা দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী। তবে টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এ সুবিধা চালু রয়েছে। ধারণা করা হচ্ছে, টুইটারে ভিডিওর দর্শকসংখ্যা কম হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।