৮২ বছরের জীবনে কোনো নারীকেই দেখেননি তিনি

জাগো নিউজ ২৪ গ্রিস প্রকাশিত: ২৮ মে ২০২৩, ১৫:৪৬

মিহাইলো টোলোটো জীবনে কখনো কোনো নারীকে দেখেননি। অনেকেই এ কথায় অবাক হয়েছেন বটে। কিন্তু পৃথিবীতে থেকেও কখনো কোনো নারীর স্পর্শ তো দূরের কথা চোখের দেখাও দেখেননি তিনি। এমনকি অনেকেই দাবি করেন, মিহাইলো ছিলেন বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি জীবদ্দশায় কোনো নারীকে স্পর্শ করেননি, দেখেননি এবং কথাও বলেননি।


মিহাইলো টোলোটো ছিলেন একজন গ্রীক সন্ন্যাসী। যিনি তার পুরো ৮২ বছরের জীবন কাটিয়েছিলেন অ্যাথোস পর্বতে। মিহাইলোর জন্ম ১৮৫৬ সালে গ্রিসে। জন্মের মাত্র ৪ ঘণ্টা পরই তার মা মারা যায়। মিহাইলোর বাবার মৃত্যু হয় তার জন্মের আগেই। তাই তাকে লালন-পালন করার মতো কেউই ছিল না। এজন্য এলাকার মানুষ তাকে অর্থোডক্স সন্ন্যাসীদের কেন্দ্র মাউন্ট অ্যাথোসে অবস্থিত একটি মঠের সিঁড়িতে ফেলে রেখে আসে।


সেখানকার সন্ন্যাসীরা ছোট্ট মিহাইলোকে তাদের সঙ্গে নিয়ে যান। মঠটিই হয়ে ওঠে মিহাইলোর স্থায়ী ঠিকানা। এই মঠ থেকে তিনি কখনো কোথাও যাননি। এই মঠের বাইরে যে এত বড় পৃথিবী আছে তার কিছুই দেখেননি তিনি। উঁচু দেয়াল ঘেরা মঠের মধ্যে তার বেড়ে ওঠা। সেখানেই সন্ন্যাস জীবনের শিক্ষায় শিক্ষিত হন। হয়ে ওঠেন একজন সন্ন্যাসী।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও