কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কানাডার ওপেন ওয়ার্ক পারমিট, নতুন ব্যবস্থায় যাঁরা ভিসা সুবিধা পাবেন

প্রথম আলো কানাডা প্রকাশিত: ২৮ মে ২০২৩, ১৩:০৫

করোনা মহামারির পর শ্রমিকসংকটে পড়েছে কানাডা। সেই সংকট কাটাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। এর ফলে কানাডায় যাঁরা স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন, তাঁদের পক্ষে এখন পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে আসা সহজ হবে।


ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী/স্ত্রী ও পরিবারের সদস্যদের জন্য নতুন ব্যবস্থা হিসেবে ওপেন ওয়ার্ক পারমিট দেবে দেশটি।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী শন ফ্রেজার গত শুক্রবার সাময়িক ভিসা প্রাপ্তি দ্রুততর করার ঘোষণা দিয়েছেন। বিষয়টি হচ্ছে, স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের পরিবারবর্গের ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে, যাতে তাঁরা পরিবারের সঙ্গে দ্রুত মিলিত হতে পারেন।


এই ঘোষণায় যা যা থাকছে তা হলো:


১. স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী/স্ত্রীদের দ্রুত সাময়িক বসবাসের ভিসা (টিআরভি) দেওয়া।


২. এই ভিসা প্রক্রিয়াকরণে নতুন ও সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ


৩. স্বামী/স্ত্রী বা পরিবারের সদস্যদের জন্য নতুন ওপেন ওয়ার্ক পারমিট


৪. চলতি বছরের ১ আগস্ট থেকে বছরের শেষ ভাগের মধ্যে যাঁদের ওপেন ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে, তাঁদের জন্য মেয়াদ বৃদ্ধি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও