কপাল পুড়লো ডর্টমুন্ডের, বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ মে ২০২৩, ১২:৩০
১১ বছর পর প্রথম জার্মান বুন্দেসলিগা শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। শেষ ম্যাচে নিজেদের মাঠে মেইঞ্জকে হারাতে পারলেই সব হিসাব-নিকাশ বাদ দিয়ে জার্মান চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। কিন্তু দুর্ভাগ্য বরুশিয়ার। শেষ ম্যাচে এসে তারা গুরুত্বপূর্ণ ২টি পয়েন্ট হারিয়ে বসলো। মেইঞ্জকে হারাতে পারেনি তারা। উল্টো ড্র করেছে ২-২ গোলে।
বরুশিয়ার এই পরাজয়ের পরই বায়ার্ন মিউনিখের সামনে শিরোপা জয়ের রাস্তা খুলে যায়। এফসি কোলোনের মাঠে গিয়ে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বায়ার্ন। হিসাব-নিকাশ তৈরি করাই ছিল। ভুল করেনি টমাস টুখেলের শিষ্যরা। কোলোনেকে ২-১ গোলে হারিয়ে টানা ১১তম শিরোপা জয় করে নিলো ভাবারিয়ানরা।
- ট্যাগ:
- খেলা
- জার্মান বুন্দেস লিগা