টানা তৃতীয়বার প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরেছে ম্যানচেস্টার সিটি। এই সাফল্যের পথে অন্যতম কারিগর আর্লিং হালান্ড।
নিজের প্রথম মৌসুমেই একের পর এক কীর্তি গড়েছেন এই নরউইজিয়ান স্ট্রাইকার। যার ফলে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। গত মৌসুম স্ট্রাইকার ছাড়া কাটালেও এবার ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে হালান্ডকে ভেড়ায় সিটি।