রাস্তায় হঠাৎ বৃষ্টি? সঙ্গে যা রাখবেন
সমকাল
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১৬:০২
বর্ষাকাল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকী। তারপরও হুটহাট বৃষ্টি চলে আসছে। এ পরিস্থিতিতে অফিসগামী যাত্রীদের পড়তে হচ্ছে বেশ বিপাকে। এ কারণে হঠাৎ বৃষ্টি এলে তা মোকাবিলার প্রস্তুতিও থাকতে হবে সঙ্গে।
সঙ্গে যা রাখবেন-ব্যাগে ছাতা কিংবা বর্ষাতি (রেইনকোট) রাখুন। বাজারে অনেক দোকানে এখন ব্যাগে বহন করা যায় এমন ছোট সাইজের ছাতা ও রেইনকোট পাওয়া যায়। এসব নিজের সঙ্গে রাখুন।মোবাইল ফোন আর ওয়ালেট বৃষ্টির হাত থেকে বাঁচাতে অবশ্যই সঙ্গে একটা ওয়াটারপ্রুফ কাভার রাখবেন । হঠাৎ করে বৃষ্টিতে জুতা ভিজে গেলে তা দ্রুত শুকোনোর ব্যবস্থা নিন।