গ্যালারিতে সারা, গিলকে পাশে বসিয়ে কী বললেন টেন্ডুলকার
যুবরাজ সিং বলেছেন ভারতীয় ক্রিকেটের ‘নতুন যুবরাজ’। একধাপ এগিয়ে হার্দিক পান্ডিয়া বললেন, আন্তর্জাতিক ক্রিকেটের পরবর্তী ‘মহাতারকা’। আর আকাশ চোপড়া তো ভবিষ্যৎ পর্যন্ত অপেক্ষাই করতে রাজি নন। বলে দিলেন, ‘সে তারকা হিসেবে তৈরি হচ্ছে না, এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে।’
এমন প্রশংসার ঢলই নেমেছে শুবমান গিলের জন্য। ২৩ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান এখন ফর্মের চূড়ায় আছেন। কাল রাতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলেছেন ৬০ বলে ১২৯ রানের ইনিংস। যা সর্বশেষ চার ইনিংসে তাঁর তৃতীয় সেঞ্চুরি।
শট বাছাই, খেলার ধরন আর দাপুটে শরীরী ভাষা মিলিয়ে গিলের ব্যাটে মাতোয়ারা দল নির্বিশেষে সব আইপিএল দর্শকরা। গতরাতে গিলের ১০ ছয় ৭ চারে গড়া ১২৯ রানের ইনিংসটি আইপিএল প্লে–অফ ইতিহাসে সর্বোচ্চ, আর টুর্নামেন্টের যে কোনো পর্যায় মিলিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।