সোমালিয়ায় আফ্রিকান শান্তিরক্ষীদের ঘাঁটিতে আল শাবাবের হামলা

বিডি নিউজ ২৪ সোমালিয়া প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১২:৫৭

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলা চালিয়েছে। উগান্ডার বাহিনীগুলো এই ঘাঁটিটি ব্যবহার করে।


সোমালিয়ার সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন জানিয়েছেন, এ ঘটনায় উভয়পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।  


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বুলামারেতে আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়া-র (এটিএমআইএস) ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালায়। এটিএমআইএস আল শাবাবের সঙ্গে লড়াইয়ে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সহায়তা করছে।


উগান্ডার পিপলস ডিফেন্স ফোর্সের (ইউপিডিএফ) সহকারী মুখপাত্র ডিও আকিকি বলেছেন, “আজ সকালে (শুক্রবার) আমাদের ঘাঁটিতে আল শাবাবের জঙ্গিরা হামলা চালিয়েছে। আমরা এটিএমআইএসের সদরদপ্তরের সঙ্গে দাপ্তরিক যোগাযোগের জন্য অপেক্ষা করছি।”     

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও