ফানায় কাজলের স্মরণে মাইনাস ২৭ ডিগ্রিতে শুটিং
হিন্দি সিনেমায় শ্বেতশুভ্র তুষারের মাঝে সংক্ষিপ্ত কিংবা পাতলা পোশাকে নায়িকাদের নাচতে কিংবা গাইতে দেখা যায় হরহামেশা। এসব দৃশ্য দর্শকদের মোহিত করে, তবে এর পেছনে যে কষ্টের গল্পটি অনুল্লেখ থেকে যায়, তাই সামনে আনলেন বলিউড তারকা কাজল।
১৭ বছর আগে ফানা সিনেমায় ‘মেরে হাত মে’ গানের শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি চরম বিরূপ পরিস্থিতিতেও হাসিমুখে কাজ করে যাওয়ার জন্য নায়িকাদের ‘স্যালুট’ করা উচিৎ বলে মন্তব্য করেছেন তিনি।
টুইটে ‘ফানা’ সিনেমার কিছু অংশ পোস্ট করে কাজল লিখেছেন, “শুটিংয়ের প্রথম দিন পোল্যান্ডে ছিল মাইনাস ২৭ ডিগ্রি তাপমাত্রা। ওই শীতে বরফ ঢাকা হ্রদের উপরে ফিনফিনে শিফনের সালোয়ার-কামিজ পরে শুটিংয়ের জন্য দাঁড়াতে হল। আমার চোখ গেল আমির খানের দিকে, তার পরনে চমৎকার মোটা একটি জ্যাকেট, যেটি পোল্যান্ডে নেমে কেনা হয়েছিল। তাই আমার মুখে প্রকৃতির যে ছাপ পড়েছিল, তার (আমির খান) চেহারায় সেই রেশ পাওয়া যায়নি।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড চলচ্চিত্র
- গানের শুটিং
- কাজল