![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/05/online/photos/Untitled-31-samakal-64711dc1a9913.jpg)
আজ ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক
সমকাল
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৩:০১
ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ শনিবার অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নিতে গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং। আজ সকালে অনুষ্ঠিত এফওসিতে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
চীনের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পদ্মা সেতু পরিদর্শন করতে পারে।