
মত্ত দম্পতির তাণ্ডব বিমানে, নেশার ঘোরে কোল থেকে ফেলে দেন নিজেদের সন্তানকে!
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৬ মে ২০২৩, ১১:৩৯
বিমানকর্মীকে গালিগালাজ, তাঁর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ মত্ত দম্পতির বিরুদ্ধে। শুধু অশালীন আচরণই নয়, নেশার ঘোরে নিজেদের সন্তানকেও কোল থেকে ফেলে দেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতির নাম বেথ জোন্স এবং কিয়েরান কুনহা। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বছর সাতাশের বেথ এবং তাঁর সঙ্গী কিয়েরান ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার থেকে গ্রিসের ক্রিটগামী বিমানে ওঠেন। নিরাপত্তার ঝামেলার জন্য দেরি হতে পারে, তাই বিমান ছাড়ার নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল