কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনগণই রাজনীতিতে শিষ্টাচার আনুক

www.ajkerpatrika.com স্বপ্না রেজা প্রকাশিত: ২৬ মে ২০২৩, ১১:২৫

আবু সাইদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক। সম্ভবত বয়সের দিক থেকে মধ্য বয়সে ইতিমধ্যে পৌঁছে গেছেন। কিংবা তার বেশিও হতে পারে। অভিজ্ঞতাও কম হবে না বলে মনে হয়। আগে তাঁর নামটা কখনো শুনেছি বলে মনে পড়ে না। তা ছাড়া ঢাকায় বসবাস করে তাঁর নাম জানাটাও সম্ভব নয়। যাঁরা সরাসরি রাজনীতি করেন না, তাঁরা সাধারণত রাজনীতি করেন এমন অনেকের নামই জানেন না। হয়তো জানার প্রয়োজন বোধ করেন না। তা ছাড়া এত এত রাজনীতিবিদ দেশের অলিতে-গলিতে যে, কয়টা নামই বা মানুষ জানতে আর মনে রাখতে পারে! 


আবার উল্টোটাও আছে। যেমন—চেনা নেই, জানা নেই এমন কেউ রাতারাতি এমন সব ঘটনা ঘটায় যে নিমেষে রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তির কাছে তিনি বা তারা বেশ পরিচিতি হয়ে ওঠে। এই পরিচয় সুপরিচয় নয়। বরং তার বা তাদের সম্পর্কে বিস্তারিত জানতে সাধারণ মানুষ কৌতূহল বোধ করে। ফলে লোকমুখে তাদের নাম একটা সময়ে বেশ ঘোরাঘুরি করে। আবু সাইদ চাঁদ তেমন একজন রাজনৈতিক ব্যক্তি, যাঁর নাম এখন লোকমুখে, সংবাদপত্রে, রাজপথে, ব্যানারে, ফেস্টুনে, প্রতিবাদের স্লোগানে, চায়ের টেবিলে, নানান জায়গায় এবং নানান গল্পে। যদিও রাজনৈতিক দলের কারও নাম জানাটা অরাজনৈতিক ব্যক্তির জন্য কোনো ফরজ বা সুন্নত কাজ নয়, তার পরও আবু সাইদের নাম ও তাঁকে জানাটা এখন অনেকটা ফরজ কাজ হয়ে দাঁড়িয়েছে এবং সেটা তাঁর রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ধৃষ্টতামূলক বক্তব্যের জন্য। যেমন—তাঁর বক্তব্য শুনে আমার কৌতূহল জেগেছে, লোকটা কে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও