ষাটের দশকে গড়ে ওঠা পশ্চিমা ধাঁচের এক অগ্রগামী প্রতিষ্ঠান
দেশে আনুষ্ঠানিক একাডেমিক কার্যক্রম হিসেবে ব্যবসা প্রশাসন অধ্যয়নের সূচনা প্রায় ছয় দশক আগে। ১৯৬৬ সালে মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হয় ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)।
মার্কিন সহযোগিতা ও অংশীদারত্বে গড়ে তোলা প্রতিষ্ঠানটি শুরু থেকেই পাঠ্যসূচি ও শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে উত্তর আমেরিকান বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর আদলে। বর্তমানে দেশের অর্থনীতির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছেন আইবিএর প্রাক্তন শিক্ষার্থীরা। বিশেষজ্ঞদের অনেকেই আইবিএকে দেখছেন বাংলাদেশে পশ্চিমা ধাঁচে গড়ে তোলা এক শক্তিশালী ও অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে। ব্যবসা পরিচালনা নিয়ে পাশ্চাত্যের একাডেমিক জগতের নিত্যনতুন পরিবর্তনগুলো খুব দ্রুতই আত্তীকরণ হচ্ছে আইবিএর শিক্ষাক্রমে। কঠোর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে পাশ্চাত্যের আদলে প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনা শিখছেন এখানকার শিক্ষার্থীরা। ছড়িয়ে পড়ছেন সরকারি-বেসরকারি ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রশাসন
- শিক্ষা কার্যক্রম
- আইবিএ