কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্ট্রোক বুঝবেন যেসব লক্ষণে

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১৭:১২

স্ট্রোক মস্তিষ্কের রোগ। এ রোগে আক্রান্ত হলে রক্তনালিতে জটিলতা দেখা দেয়। মস্তিষ্কের একাংশ হঠাৎ কার্যক্ষমতা হারিয়ে ফেলে। যদি মস্তিষ্কের কোনো অংশের রক্ত চলাচল বিঘ্নিত হয় (আঘাতজনিত ছাড়া) এবং তা ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হয় কিংবা ২৪ ঘণ্টার মধ্যে রোগী মৃত্যুবরণ করে, তাহলে এ অবস্থার নাম স্ট্রোক। স্ট্রোক হলে শরীরের যে কোনো এক দিকে হাত-পা ও মুখমণ্ডল প্যারালাইসিস হয়ে থাকে।


লক্ষণ : স্ট্রোকের উপসর্গ ও লক্ষণ চেনার জন্য বিশ্বব্যাপী ‘বি ফাস্ট’ বাক্যবন্ধ ব্যবহার করা হয়। ‘বি’ অর্থ ব্যালেন্স বা ভারসাম্য। হঠাৎ ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। ‘ই’ অর্থ আই বা দৃষ্টি। হঠাৎ দেখতে সমস্যা। ‘এফ’ অর্থ ফেস বা মুখমণ্ডল। হঠাৎ মুখের একদিক বাঁকা হয়ে যাওয়া। ‘এ’ অর্থ আর্ম বা বাহু। হঠাৎ এক হাত দুর্বল হয়ে যাওয়া। ‘এস’ অর্থ স্পিচ বা হঠাৎ কথা জড়িয়ে আসা। ‘টি’ অর্থ টাইম বা সময়। এসব লক্ষণ দেখামাত্র যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও