![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/05/25/c1f29849fd99ba75a52163ab32b27964-646f22d434ec0.jpg)
উইন্ডোজ ১১- এ যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চ্যুয়াল সহকারী
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১৫:০৭
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চ্যুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে এই সুবিধা। উইন্ডোজের টাস্কবারে যুক্ত হবে এটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এই নতুন ফিচার কাজ করবে অনেকটা ‘বিং চ্যাট’ -এর মতো করে। এই চ্যাটবক্সে প্রবেশ করা যাবে উইন্ডোজ টাস্কবার থেকেই। জটিল মেন্যুতে গিয়ে সেটিংস খুঁজে বের করা এবং পরিবর্তন করার বদলে এই কোপাইলটে কমান্ড দিয়েই কাজটি করিয়ে নেওয় যাবে। এ ছাড়া, টুলটির মাধ্যমে ক্লিপবোর্ডের লেখা সংক্ষিপ্ত করার পাশাপাশি নতুন লেখাও লিখিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।