রাজনৈতিক সংকটের সমাধান কী?
গণভবনে ১৫ মে এক সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাঠের বিরোধী দল বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সংসদে না থাকায় তাদের নির্বাচনকালীন সরকারে রাখার বিষয়টি চিন্তায় নেই। একইসঙ্গে তিনি সংসদে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের ইঙ্গিতও দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এ বক্তব্য কয়েকদিন আগে তার দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ৭ মে সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী সংসদ নির্বাচনে আসার ঘোষণা দিলে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে রাখার বিষয়টি বিবেচনা করা হতে পারে।